রহমত নিউজ 12 December, 2025 06:51 PM
মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের খলিফা দেশের বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের শাইখুল হাদিস মাওলানা হেলালুদ্দীন ইন্তেকাল করেছেন। এতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায়, দলের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, যুগ্ম-মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জীসহ সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে বেলা সাড়ে ১১টায় মাওলানা হেলালুদ্দীন ইন্তেকাল করেছেন।
এক শোক বার্তায় আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, “আল্লামা হেলালুদ্দিন দাদাজী হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর সোহবত প্রাপ্ত একজন বুযুর্গ আলেম ছিলেন। আজীবন দরস- তাদরীস সহ আত্মশুদ্ধির খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। জীবদ্দশায় তিনি ছিলেন ফরিদপুর খাবাশপুর মাদ্রাসার মুহতামিম এবং সাভার ব্যাংক কলোনী মাদরাসাসহ একাধিক মাদরাসায় বুখারী শরীফের দরস দিয়েছেন। আল্লাহ তাআলা মরহুমের সকল দ্বীনি খেদমত কবুল করুন।”
শোক বার্তায় খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ মরহুম মাওলানা হেলালুদ্দীনের রুহের মাগফিরাত কামনা করেন।